মহিবুল আলম রানা ঃ সাভারে তিনদিন ব্যাপি ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ফিতা কেটে তিনদিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
মেলা উদ্বোধন শেষে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের আয়োজনে ২৫ বছর পূর্তি ও রজত জয়ন্তী উপলক্ষে র্যালি ও কেক কাটেন।
এর আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন,সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যাসহ আরো অনেকে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় বিজিবি’র গুলিতে সুজন (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
শনিবার(২৭/০৭/১৯) তারিখ ভোর রাতে যশোরের শার্শার অগ্রভুলোট সীমান্তে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের এক সদস্য। ঘটনাস্থল থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। নিহত সুজন বেনাপোল পৌর সভার ৪নং ওয়ার্ড কাগজপুকুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, বিজিবি’র প্রেট্রোল পাট্টির সদস্যরা প্রতিদিনের মতো পাঁচভুলোট সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন।শুক্রবার রাত ১০টার দিকে ৫/৬জন মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেন্সিডিল নিয়ে ফেরার পথে তাদের দু’জন সদস্য বিজিবি সদস্যদের হাতে আটক হন। কিছু সময় পর মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে বিজিবি’র সার্জেন্ট আকমল হোসেন গুরুতর আহত হন।
বোমা হামলাকারীদের ধরতে ওই দুই মাদক পাচরকারীকে নিয়ে ভোর রাতে অগ্রভুলোট এলাকায় আজিজের আমবাগানে অভিযান চালানো হয়। আমবাগানে পৌছানোর সাথে সাথে মাদক ব্যবসায়ীদের সহযোগীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় বিজিবি সদস্যরাও আতœরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে়ন। দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা আমবাগানের ভিতর থেকে এক মাদক ব্যবসায়ীর লাশ ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদার আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, খবর পেয়ে ভোর ৫টার সময় ঘটনাস্থলে গিয়ে নিহত মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় শার্শা থানায় একটি অপমৃত্যুর রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।
বিপ্লব সাভার ঃ সাভারে একটি নির্মাণাধীন একতলা বাড়িতে সেপটিক ট্যাঙ্কি বিস্ফোরনে চার জন অগ্নিদগ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন।
শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় জনৈক দুলাল মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে ওই নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কির ভিতরে গ্যাস জমেছে কিনা তা দেখতে গিয়ে ম্যাচের খাটি দিয়ে আগুন জ্বালানোর সময় সেপটিক ট্যাঙ্কি বিকট শব্দে বিস্ফোরণ হয় । এতে চার নির্মাণ শ্রমিক দগ্ধসহ আহত হয় অন্তত ৭ জন। এদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে তারা হলেন , দুলু মিয়া(৪৫) পিতা-মন্সুর আলী ,গ্রাম- কুসামত , থানা গঙ্গারচর, জেলা- রংপুর , মোঃ খোশেদ আলম (৩০),পিতা- মজাম্মেল বেপারী , গ্রাম- গাছাবাড়ি , জেলা – গাইবান্দা ও রাব্বি (১৮) পিতা- আঃ আজীজ ,গ্রাম- মাস্কাটা , থানা – হিজলা, জেলা- বরিশাল । পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানিয় হেমায়েতপুরের জামাল ক্লিনিয়ে ভর্তি করে । এদের মধ্যে দুলু মিয়ার অবস্থা আশঙ্কাজনক ।
এবেপারে বাড়ির মালিকের সাথে কথা বলতে চাইলে তিনি এই বিষয়ে কোন কথা বলতে রাজী হয়নি ।
এঘটনায় টেনারী ফাঁড়ীর ভারপ্রপ্ত কর্মকর্তা মোঃ এবারত হোসেন ঘটনা স্থলে এসে পরিদর্শন করেন তিনি বলেন তদন্ত করে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিপ্লব সাভার ঃ সাভারের কর্ণপাড়া খালে গোসল করতে তিন শিক্ষার্থী নিখোজ হয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে সাভারের বাড়ইগ্রামের কর্ণপাড়া খালে গোসল করতে নামলে এঘটনা ঘটে ।
নিখোঁজ তিন শিক্ষার্থী হচ্ছেন রাজধানীর ধানমন্ডীর আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭),রাজন (১৭) ও আকাশ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে ধানমন্ডী আইডিয়াল কলেজের ১২ জন ছাত্র কর্ণপাড়া খালের পানিতে গোসল করতে নামে। এসময় বেশ কয়েকজন ছাত্র সাতরে তীরে উঠলেও তিনজন শিক্ষার্থী স্রোতে ভেসে যায়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও পুবরীদল নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তীব্র বাস সংকটে শিক্ষক-কর্মচারীদের কমিউনিটি বাস আটকিয়ে প্রতিবাদ করে শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২৬ জুলাই) বিকাল ৪ টায় একটি ঢাকাগামী ডাবল ডেকার বাস ট্রান্সপোর্ট থেকে ছাড়ে কিন্তু বাসে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সিট ছিল না এমনকি শিক্ষার্থীরা দাঁড়িয়ে যাবারও পর্যাপ্ত জায়গা ছিলনা।
এমন পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী জুবায়ের স্মরনীর সামনে বাস থামিয়ে সড়কে অবস্থান করে।
বিকাল ৪ টায় শিক্ষক–কর্মচারীদের একটি কমিউনিটি বাস ঢাকার উদ্দেশ্যে জুবায়ের স্মরনীর সড়ক দিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা কর্মচারীদের বাস আটকিয়ে দেয়।
উল্লেখ্য যে, প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী কর্মচারীদের বাস আধ ঘন্টা ধরে আটকিয়ে রাখে।
পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ইতিহাস বিভাগের ৪২ তম আবর্তনের শিক্ষার্থী অভি তালুকদার ( মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জাবি শাখার আহ্বায়ক) পরিবহনের দায়িত্বে থাকা ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক লুৎফর রহমান লিটুর সাথে ফোনে যোগাযোগ করলে শিক্ষার্থীদের জন্য একটি কমিউনিটি বাস দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা কর্মচারীদের বাস ছেড়ে দেয়।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অভি তালুকদার সাংবাদিকদের বলেন, ‘ আমাদের প্রতিনিয়ত বাসে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়, এমনকি অনেক শিক্ষার্থী বাসে দাঁড়ানোর জায়গা না পেয়ে লোকাল বাসে যাতায়াত করে, তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করে।‘
তিনি আরও বলেন, ‘ যদি শীঘ্রই আমাদের জন্য বাসের ব্যবস্থা না করা হয়, প্রয়োজনে আমরা আন্দোলনে যাবো।‘
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মানোয়ার হোসেন হিমেল (৪৬) সাংবাদিকদের বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক- কর্মচারীদের জন্য পর্যাপ্ত বাস থাকলেও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বাস নেই, তাই প্রশাসন যেন শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করে।‘
পরিবহনের দায়িত্বে থাকা ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক লুৎফর রহমান লিটু সাংবাদিকদের বলেন, ’ শিক্ষার্থীদের জন্য নতুন একটি বাস কেনা হয়েছে, আরও দুটি বাস খুব শীঘ্রই কেনা হবে।‘
বিশেষ প্রতবেদক ঃ সাভারে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম নামে এক প্রতারকের বিরুদ্ধে।
সাভার পৌর এলাকার উত্তর রাজাশনে “কোরিয়ান ভাষা শিক্ষা কোচিং সেন্টার” নামে একটি প্রতিষ্ঠান খুলে চলছে এই প্রতারণা ব্যবসা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাভারের উত্তর রাজাশনের দারোগা মার্কেটের পাশে শ্যামল কোড়াইয়ার মালিকানাধী বাসায় কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে , ট্রেনিং সেন্টার খুলেছে সিরাজুল ইসলাম। সেখানে বসেই নিজেকে সচিবালয়ের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি শুরু করেছেন প্রতারণার ব্যবসা । বিদেশে লোক পাঠানোর নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে।
মো: শামিম নামে এক ভুক্তভোগী জানান, গত জানুয়ারীতে ১ লক্ষ ৩০ হাজার টাকার মাধ্যমে দুই মাসের ট্রেনিং এর পর জাপান পাঠানের চুক্তি হয় ওই প্রতিষ্ঠানের মালিক সিরাজের সাথে। এরই মধ্যে প্রশিক্ষণ ও আনুষাঙ্গিক খরচ বাবদ তার কাছ থেকে নেওয়া হয় ৩০ হাজার টাকা। বিদেশে যাওয়ার সময় বাকি ১ লক্ষ টাকা পরিশোধের চুক্তি হয় তার সাথে। এরপর নির্ধারিত সময়ে বিদেশ পাঠাতে না পারলেও পরিশোধিত টাকা ফেরত দিতে এখন গড়িমষি শুরু করেছে সিরাজ।
এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে এই প্রতিবেদকের কাছে সিরাজের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানের নামে প্রতারণার অভিযোগ করেন আরো কয়েকজন ভুক্তভোগী। এছাড়া অভিযুক্ত সিরাজের সাথে এ ব্যাপারে কথা বলতে চাইতে সাংবাদিকদের মামলার ভয়ভীতি দেখান তিনি। এছাড়া তার ছবি তুলতে গেলে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকিও দেয় এই প্রতারক।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারতে পাচার কালে বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৪৪ লাখ টাকার (১ কেজি ওজনের) ১টি স্বর্ণেরবার ও একটি ইজিবাইকসহ কামাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৬/০৭/১৯)তারিখ সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক কামাল বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে। সে একজন ইজিবাইক চালক।
৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল দৌলতপুর সড়কের গাতিপাড়া নামক এলাকা থেকে ইজিবাইক চালক কামালকে ১ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক করা হয়। সে এই স্বর্ণের বার বেনাপোল বাজার থেকে দৌলতপুর সীমান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উদ্ধারকৃত স্বর্ণ ও ইজিবাইকের মূল্য- ৪৪ লাখ ২০ হাজার টাকা বলে তিনি জানান।আটক আসামিকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল ছোট আঁচড়া গ্রামের রোকসানার বসতবাড়িতে অর্থ ও স্বর্ণলঙ্কার লুট তিন জনকে কুপিয়ে আহত করেছে ডাকাত দল।
শুক্রবার (২৬/০৭/১৯) তারিখ দিবাগত রাত সাড়ে ২ টার দিকে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের মাঠপাড়ার ডাকাতির এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ছোট আঁচড়া গ্রামের আমিরুলের স্ত্রী রোকসানা বেগম (৪৫) ও মেয়ে শ্যামলী আক্তার এবং ভাড়াটিয়া আব্দুল মজিত (৩০)।
আহত রোকসানা আমাদের বেনাপোল প্রতিনিধিকে বলেন, গভীর রাতে বাড়ির সিঁড়িঘরে শব্দ শুনে তারা জেগে ওঠেন। এর পর কিছু বুঝে ওঠার আগে দরজা ভেঙে মুখোশধারী পাঁচজন রামদা ও পিস্তল নিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে আলমারির চাবি চায়। চাবি দিতে না চাইলে রোকসানা ও তার মেয়ের হাতে কোপ দেয় দুর্বৃত্তরা। পরে ভয়ে তারা চাবি দিয়ে দেন।
এর পর ঘরে থাকা ১০ ভরি গহনা ও দেড় লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা। পরে ভাড়াটিয়ার ঘরের দরজা ভেঙে তাদেরও ৫ হাজার টাকা ও তিন ভরি গহনা নিয়ে পালিয়ে যায় তারা।
বেনাপোর পোর্ট থানার এসআই জাকির হোসেন জানান, ডাকাতির ঘটনাটি সত্য, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ প্রতিবেদক আব্দুল আওয়াল ঃ জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বন্যার পানি দেখতে গিয়ে নৌকা ডুবে পাঁচ বোনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন সহোদর বোন আর বাকিরা খালাতো বোন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আউনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিকলী বিলে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সরিষাবাড়ি উপজেলার কালিকাপুর গ্রামের কবিরুল ইসলামের মেয়ে সুবর্ণা আক্তার (১৫) ও তার ছোট বোন ঝুমা আক্তার (৮), পঞ্চাশী গ্রামের রিপন শিকদারের মেয়ে রোদসী আক্তার (১১), পাইশক্কা গ্রামের জবানুর হোসেনের মেয়ে জান্নাতুল জয়া (১০) এবং কালিকাপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে অন্তরা (১২)। এদের মধ্যে সুবর্ণা ও ঝুমা আপন বোন। বাকিরা সুবর্ণা ও ঝুমার খালাতো বোন।
সরিষাবাড়ি থানার ওসি মাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে নৌকায় করে নিখাই বিলে বেড়াতে বের হন একই পরিবারের নয় ভাইবোন। এক পর্যায়ে নৌকাটি উল্টে গেলে স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করতে পারলেও পাঁচ বোন ডুবে যায়। পরে দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল ইমিগ্রেশন পুলিশ একাধিক মামলার আসামি শাহজাহান মিয়া(৩২)নামে এক পাসপোর্ট যাত্রীকে ভারত যাওয়ার সময় আটক করেছে।
বৃহস্পতিবার (২৫/০৭/১৯)তারিখ বিকাল ৫ টার সময় তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক শাহজাহান কক্সবাজার জেলার টেকানাফ থানার লেংদু গ্রামের জাফর আহমেদের ছেলে এবং সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাইপো।
বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বলেন, তার নামে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। সে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম কক্সবাজার আসনের সাবেক এমপি’র বদির ভাইয়ের ছেলে শাহজাহানের আটকের বিষয়টি আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেছেন।