মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার পাঁচ ভুলাট সীমান্তে চোরাকারবারীদের নিক্ষিপ্ত বোমায় গুরুতর আহত বিজিবি হাবিলদার আকমল হোসেন (৫২) ঢাকা সিএমএইচ ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেছেন। সে পাঁচভুলাট সীমান্তে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের টহলে নিয়োজিত ছিলেন।
যশোরের নব নিযুক্ত জেলা প্রশাসক বেনাপোল বন্দর পরিদর্শন
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের নব নিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ আজ সোমবার দুপুরে বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন এবং বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনের সাথে বেনাপোলের বিভিন্ন সমস্যা নিয়ে এসোসিয়েশন ভবনে মত বিনিময় করেন ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনে সভাপতি মফিজুর রহমান সজন। বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ নুরুজ্জামান, খায়রুজ্জামান মধু, যুগ্ম সম্পাদক মহসিন মিলন, জামাল হোসেন প্রমুখ।ব্যবসায়ীরা এসময় আমদানীকৃত পণ্যে প্রশাসনের বিভিন্ন সংস্থা কর্তক নানাবিধ সমস্যা ও পাসপোর্টযাত্রীদের হয়রানী, সড়কের উপর অবৈধ বাস ট্রাক ষ্ট্যান্ড তৈরি করে যানজট সৃস্টি, কতিপয় ব্যবসায়ীকে পৌর সভার ট্রেড লাইসেন্স প্রদান না করার কথা তুলে ধরেন।
এ সময় প্রধান অতিথি বলেন, জেলা শহর ছাড়া কোথাও বিরতিহীন ইন্টারসিটি ট্রেন সার্ভিস নেই। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে বিরতিহীন ইন্টারসিটি ট্রেন সার্ভিস চালু করেছেন। পদ্মা সেতু চালু হলে এ সার্ভিসে বেনাপোল থেকে মাত্র ৪ ঘন্টায় ঢাকায় পৌছানো সম্ভব। তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে ব্যবসা স¤প্রসারনের জন্য বেনাপোল বন্দরে ব্যাপক উন্নয়ন করা হবে। এবন্দরকে একটি আধুনিক বন্দরে রুপান্তর করা হবে। পরে তিনি শার্শা উপজেলা সভাকক্ষে সরকারি সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধি সমাজের সাথে বৈঠক করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। অনুষ্ঠান শেষে তিনি উপজেলার বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।
ধামরাইয়ে সমিতির সম্পাদক হয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নিল আরফান মিয়া”
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলায় ডাচ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে সমবায় অফিস থেকে নিবন্ধিত একটি সমিতির গ্রাহকদের আমানতের টাকা হাতিয়ে নিয়ে সটকে পরেছেন সমিতির সাধারণ সম্পাদক আরফান মিয়া ।
আজ সে এলাকায় বিত্তশালী।আরফান ধামরাই পৌরসভার মলয়ঘাট এলাকার মৃত চাঁন মিয়ার পুত্র।অভিযোগ রয়েছে, সমিতির প্রায় ৮৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে সাভারের গকুল নগরে ৩শতাংশের একটি প্লট, সৈয়দপুরে ৭শতাংশের একটি প্লট, ধামরাইয়ের শরীফবাগে ৫শতাংশের একটি প্লট কেলিয়া মৌজায় দশ শতাংশ একটি প্লট, শিয়ালতারা মৌজায় খতিয়ান নং-১৫,৮৫ আর.এস.-৪৬,৫২দাগে ৪+৪ শতাংশের দুইটি প্লট, কাজিপুর মৌজায় খতিয়ান নাম্বার ৫০৯, আর এস.-১ দাগে ২.৫ শতাংশের একটি প্লট পৈার এলাকার মলয়ঘাটে একটি ফ্লাট, মিনা নগরে সাড়ে ৩শতাংশের একটি প্লট, গালর্স স্কুলের পিছনে দেড় শতাংশের জমির উপর একটি বাড়ি করেছেন।
উপজেলা সমবায় অফিসার পারভীন আশরাফী সাংবাদিকদের বলেন ডাচ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি এবং ঘটনা তদন্ত করেছি তাতে ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেছে তদন্ত শেষ হলে আমারাা ব্যাবস্হা নিব।
ডাচ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি শরিফুল ইসলাম বলেন, সমিতির সাধারন সম্পাদক থাকাকালীন প্রায় সাড়ে তিন বছরে বিভিন্ন কৌশলে সমিতির সদস্যদের আমানতের ৮৩লাখ ৫৫হাজার ৪৬৬টাকা আত্মসাত করেছে। শরিফ আরও বলেন ব্যাংকে পিয়নের চাকরি করার সুবাদে অবৈধ ডলারের ব্যবসা করত বলে আমি জানি, ডলারের ব্যবসা করতে গিয়ে ধামরাই থেকে মানিকগঞ্জে হেস্ত -নেস্ত হতে হয়েছে আরফানকে।
আরফানের বেনামী ব্যবসার টাকা দিয়ে সে বিভিন্ন স্থানে জমি, প্লট, ফ্লাট ও বাড়ি করেছে। গত শুক্রবারও তার কাছে সমিতির টাকা চাইলে সে প্রাণনাশের হুমকি দেয়। পরে কোন উপায় না পেয়ে ধামরাই থানায় একটি সাধারন ডাইরী (নং-৭২৯) করেছি বলে জানান তিনি।
অভিযোগ প্রসঙ্গে আরফান মিয়াবর সাথে কথা বলতে তার মুঠফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
যশোরের বেনাপোল দৌলতপুর ইছামতি নদী থেকে যুককের লাশ উদ্ধার
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্ত ঘেঁসা ইছামতি নদী থেকে ইশারত নামে (২৯) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মৃত ইশারত ভবারবেড় গ্রামের আইয়ুব মুন্সি ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সোমবার ১০টার দিকে দৌলতপুর সীমান্তে অবস্থিত ইছামতি নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।উদ্ধারকৃত মৃতদেহের পরনে লুঙ্গি ছাড়া কিছু ছিল না ।
ভবারবেড় গ্রামবাসীরা বলেন ইশারত গত ২৬শে জুলাই থেকে নিখোঁজ ছিলেন, অনেক খোজাঁখুঁজি করে তাকে না পেয়ে ২৮শে জুলাই বেনাপোল পোর্ট থানায় সাধারন ডায়েরী করা হয়। মৃত ইশারতের পারিবারিক সুত্রে জানা যায় সে মৃগি রোগী ছিলেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে না। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ শেখ আবু-সালেহ মাসুদ করিম লাশ উদ্ধারের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি সুত্রে তারা লাশ ভেসে উঠার ঘটনা জানতে পেরে এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে ফোর্স পাঠিয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
সাভার পৌর এলাকার মজিদপুরে চাঁদাবাজি মামলায় আটক ১ । ভিডিও সহ ।
নিজেস্ব প্রতিবেদক ঃ সাভার পৌর এলাকার মজিদপুরে চাদাঁ না পেয়ে একটি নির্মানাধীন টিনসেড বাড়ীর ঠিকাদারকে বেধড়ক পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসী পাভেলকে আটক করেছে।
জানাগেছে, মজিদপুর এলাকায় রুমা বেগমের মালিকানাধীন টিনশেড বাড়ীর নির্মান কাজ শুরু করার পর থেকেই সন্ত্রাসী পাভেল বাহিনী ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদার টাকা না পেয়ে রবিবার সকাল সাড়ে ১০ টার সময় কাজ বন্ধ করে দিতে বলে পাভেল।
এসময় বাড়ির নির্মান কাজের ঠিকাদার সুজন মিয়ার সাথে পাভেলের বাকবিতন্ডার এক পর্যায়ে পাভেলের নেতৃত্বে শুকুর, হেবজু মুন্সি, ইউসুফ, ছোটন, রিপন সহ ৮/৯ জন ঠিকাদার সুজনকে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার সংবাদ পেয়ে সাভার মডেল থানা পুলিশ সন্ত্রাসী পাভেলকে আটক করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী জানায় পাভেল বাহিনী স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে একাধিক নির্মানাধীন ভবন থেকে চাঁদা আদায় করে আসছিল। টাকা না পেলে বিভিন্ন পরিবারের স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের বিরক্ত করত। এ ছাড়াও পাভেলের বিরুদ্ধে বিরুলীয়া রোডে চুরি ছিনতাই সহ একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে।
আহত ঠিকাদার সুজন জানায়, সকালে সাইডে শ্রমিকদের কাজ বন্ধ করে দেয় পাভেল ও তার লোকজন। পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর পরই পাভেল ও তার বাহিনী আমার উপর হামলা চালায়। আমি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান পাভেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সময়ের খবরের রাজশাহী প্রতিনিধি সকেলের কাছে দোয়া প্রার্থি ।
সোমেন মন্ডল চেন্নাই ঃ দৈনিক রাজবার্তায় কর্মরত এক নিষ্ঠাবান সংবাদকর্মী সোমেন মন্ডল । একটি দূর্ঘটনা কেড়ে নিলো তার জীবনের সুন্দর মুহুর্তগুলো। আজ থেকে ঠিক চার মাস আগে ৬ই এপ্রিল শনিবার সকাল ৮ঃ৪৫ মিনিটে অফিস যাবার পথে একটি বাস এসে আমার মোটরবাইকে আঘাত করে সাথে সাথে আমি রাস্তার আইল্যান্ডে পরে মুত্রথলি ফেটে যায় ও অধিক রক্তপাত হয়। 
সাথে সাথে আমার অফিস কলিক রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এ নিয়ে আসে। সেখানে অপারেশন করে কিন্তু ১৫ ব্যাগ রক্ত লাগে সেটাও মেনেজ করে কলিক ও আত্মীয় সজনরা। কিন্তু শুধু ওরা অপারেশন এ রক্ত বন্ধ করতে পারে। রাজশাহী মেডিকেল এ ১৮ দিন চিকিৎসা নেওয়ার পরে ভর্তি হই বরেন্দ্র মেডিক্যাল এ সেখানও কোন উন্নতি হয় নাই। পরে আমি চিকিৎসার জন্য ভারত পেয়ারলেস হাসপাতাল এ একমাস দশ দিন চিকিৎসা নেওয়ার পর একটু উন্নতি হয়।
তারপর এখন চেন্নাইয়ের স্যার রামচন্দ্র মেডিক্যাল এ চিকিৎসা নিচ্ছি ভাল হবার আসাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি । বিশেষ ধন্যবাদ জানাই এস,এস,ডিস্টিবিউসন এর শ্রদ্ধেয় ম্যাডাম,অপু চৌধুরী, মোস্তাফিজুর,সঞ্জয়, রুবেল,ইমন,জুয়েল, রফিক ভাই, রনি,সোভন,লিটনকে। তারা সে দিন যা করেছে তা এজীবনে কোন দিন শোধ করার মত না। আপনাদের আদরের সোমেন মন্ডল। সম্প্রিতী এক ফেসবুক স্ট্যাটাসে তার মনোভাব এইভাবে প্রকাশ করে।
বেনাপোল রঘুনাথপুর থেকে ইয়াবা ট্যাবলেট সহ আটক-২ ।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
রবিবার(২৮/০৭/১৯)তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সাদিপুর সীমান্তের হাসানের আম বাগান থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রফিকুল ইসলাম (৩৮)ও হাবিবুর রহমান (২৭)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক রফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মাওলা মিয়ার ছেলে ও হাবিবুর রহমান একই গ্রামের আব্দুল সাত্তার এর ছেলে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে ইয়াবা ট্যাবলেট এনে সাদিপুর সীমান্তে হাসানের আম বাগানে পাশে মজুত করেছে। এমন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের নায়েক জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রফিকুল ইসলাম ও হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
রাণীশংকৈলে ফলদ-বৃক্ষ মেলা-২০১৯ উদ্বোধন ।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অফিস চত্বরে ২৮-৩০ জুলাই তিনদিন ব্যাপি ফলদবৃক্ষ মেলা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ২৮ জুলাই রবিবার বিকেলে উপজেলা চত্বরে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি সইদুল হক, সম্পাদক তাজউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওসি(তদন্ত) খায়রুল আলম।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতা, কর্মকর্তা, নার্সারি মালিক, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন- কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। মূল প্রবন্ধ পাঠ করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল হাসান প্রামাণিক, আরো বক্তব্য রাখেন নার্সারি মালিক সমিতির সভাপতি ইয়ারউদ্দিন, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
মেলায় মোট ১৬ টি স্টল স্থান পায়। প্রসঙ্গত: মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২০৪১ সাল নাগাদ বাংলাদেশ হবে কল্যাণমূলক রাষ্ট্র -তথ্যমন্ত্রী ।
মীর আকরাম/ সিনিয়র তথ্য অফিসার ঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২০৪১ সাল নাগাদ সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি ‘স্যোশাল ওয়েলফেয়ার স্টেট’-এ পরিণত করতে যাচ্ছি আমরা। উন্নত রাষ্ট্রের পাশপাশি উন্নত জাতি এবং কল্যাণমূলক রাষ্ট্রে উন্নীত হবার এ প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

রোববার দুপুরে ঢাকায় সিরডাপ মিলনায়তনে নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় বেসরকারি সংস্থা রেড-অরেঞ্জ মিডিয়া এন্ড কমিউনিকেশন্স আয়োজিত ‘জার্নালিস্টস ফেলোশিপ এওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
‘আমাদের দেশের মেয়েরা কখনো ভাবেইনি যে, মাতৃত্বকালীন ভাতা দেয়া হবে, যেটা পশ্চিম ইউরোপে দেয়া হয়’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে এখন দুস্থ মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা দেয়া হয়। আমাদের দেশে কেউ স্বামী-পরিত্যক্তা ভাতা দাবিই করেনি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বামী-পরিত্যক্তা ভাতা চালু করেছে। উন্নত দেশগুলোতেও এমন ভাতা দেয়া হয়না। এই কার্যক্রমের মাধ্যমে আমরা দেশকে উন্নত রাষ্ট্র গঠনের পাশাপাশি ২০৪১ সাল নাগাদ একটি স্যোশাল ওয়েলফেয়ার স্টেটে রূপান্তরিত করতে চাই এবং সেই লক্ষ্যেই সব কার্যক্রম চালু করা হচ্ছে।’
ড. হাছান বলেন, ‘২০৪১ সাল নাগাদ আমরা যে স্বপ্নের কথা বলেছি, একটি উন্নত দেশ গঠনের পাশাপাশি আমরা যদি উন্নত জাতি গঠন করতে পারি সেজন্য কাজ করতে হবে। সেখানে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’
মন্ত্রী বলেন, ‘প্রতিটি মানুষ গণমাধ্যমের ওপর নির্ভরশীল। এখন সেটির সাথে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। মানুষের মনন তৈরি করার ক্ষেত্রে, সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে, সমাজের তৃতীয় নয়ন খোলার ক্ষেত্রে, অবহেলিতদের পক্ষে কথা বলার ক্ষেত্রে, যাদের ভাষা নেই তাদের ভাষা দেয়ার ক্ষেত্রে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
রেড-অরেঞ্জ মিডিয়া এন্ড কমিউনিকেশন্স’র ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী এ কে এম মহিউল ইসলাম, সম্মানীয় অতিথি হিসেবে নেদারল্যান্স দূতাবাসের মিশন উপ-প্রধান জেরোয়েন স্টিজ (ঔবৎড়বহ ঝঃববমযং), আমন্ত্রিত অতিথি হিসেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন পরিচালক ড. আশরাফুননেছা ও প্রকল্প পরিচালক ড. আবুল হোসেইন সভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নারীস্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৯০ জন সাংবাদিককে সনদ ও এবিষয়ে সেরা প্রতিবেদনের জন্য ১০ জনকে পুরস্কৃত করা হয়।
‘ডেঙ্গু আর বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি বিএনপি’র রাজনৈতিক দৈন্য’
সভাশেষে ডেঙ্গু এবং বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি’র মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘বিএনপির কথাবার্তায় মনে হয়, মশা কামড় দেবার জন্যও আওয়ামী লীগ দায়ী। এখন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলেও সেটি কোনো মহামারী আকারে হয়নি এবং সরকার তা প্রতিরোধে সমস্ত কিছু করছে।’
ডেঙ্গু শুধু বাংলাদেশে হয় তা নয়, এশিয়ার অন্যান্য দেশেও হয়। এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই পরিস্থিতির উত্তরণ ঘটবে। কিন্তু তাদের (বিএনপি’র) কথাবার্তায় মনে হয় কোনো মশা যদি কামড় দেয় তার জন্য আওয়ামী লীগ দায়ী। এইভাবে কথা বলা তাদের রাজনৈতিক দৈন্যের বহি:প্রকাশ ছাড়া আর কিছুই নয়।’
এসময় ‘বিএনপি ক’দিন পরপরই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য খুব খারাপ, জীবন শংকার মধ্যে এ কথাগুলো বলে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ উন্নত চিকিৎসা দেয়ার জন্যে সরকার সমস্ত কিছু করছে। দেশের সর্বোচ্চ মেডিকেল বিদ্যাপীঠ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দেশের সকল বড় ডাক্তারেরা এই মেডিকেলের সাথে যুক্ত। সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। ক’দিন আগে বেগম খালেদা জিয়ার জিহ্বায় যখন কামড় লেগেছিল তখন তারা বলেছিলেন যে, বেগম জিয়ার জীবন শংকার মুখে, কিছু খেতে পারছেন না।’
‘অর্থাৎ একটি ছোট্ট বিষয়কে তারা যেভাবে বলেছিলেন তা অত্যন্ত হাস্যকর এবং এখনও যা বলছেন, তা অপরাজনীতি এবং এতে তাদের রাজনৈতিক দীনতাই ফুটে উঠছে’, বলেন ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি’র মিডিয়া কাভারেজ আগামীকাল সোমবার ২৯ জুলাই ২০১৯
বেলা ১২:৩০
জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুন বাগিচা, ঢাকা।
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত জাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা বিষয়ক আলোচনা সভা।
দুপুর ১:৩০
তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ, ভবন নং-৪, কক্ষ নং-৮৩৪(৯ম তলা), বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময়।
কাভারেজের অনুরোধ ও শ্রদ্ধান্তে,
শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বিভিন্ন সুবিধা ভাতাভোগীদের মাঝে অর্থ বিতরণ ।
শামশুজ্জোহা বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বিভিন্ন সুবিধা ভাতাভোগীদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে দূর্লভপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও দূর্লভপুর ইউনিয়নের ব্যবস্থাপনায় ভাতাভোগী ৬ হাজার ৯২০ জনের মাঝে ১৪ কোটি ৬১ লাখ ২৫ হাজার ৬’শ টাকা বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিলেন শিবগঞ্জ পৌর মেয়র মোঃ কারীবুল হক রাজিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম।
এসময় বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ও দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বজলার রশিদ সনু, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুর রাজিব রাজু, দূর্লভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হারুন অর রশিদ, শিবগঞ্জ উপজেলা এনজিও ফোরামের সভাপতি মো. তৌহিদুল আলম টিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. তোজাম্মেল হক, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম জুয়েলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, ইমাম ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী ব্যাক্তিদের সহায়ক উপকরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের স্মার্ট কার্ড, আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা ও ডিজিটাল উপায়ে ভাতাভোগী ৬ হাজার ৯২০ জনের মাঝে ১৪ কোটি ৬১ লাখ ২৫ হাজার ৬’শ টাকা বিতরণ করা হয়।





























