আখেরি মোনাজাতে লাখো মুসল্লি শেষ হলো প্রথম পর্ব

Loading

মোঃ মনির হোসেন,গাজীপুর প্রতিনিধি ঃ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ৫৫ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব কনকনে শীত উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লীরা শুক্রবার সকাল থেকে জড়ো হয় টঙ্গী ইজতেমা ময়দানে তীব্র শীত ও ঘন কুয়াশা ,থামাতে পারেনি ধর্মপ্রাণ মুসলিমদের পথচলা ।১২ ই জানুয়ারি ২০২০ইং রবিবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে  (১১.৪০) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার এর প্রথম পর্ব । আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন প্রায় সাট (৬০) লক্ষ মানুষ , ইজতেমার ময়দানে আগে থেকে আসা মুসল্লি সহ রবিবার ১২ জানুয়ারি ঢাকা সহ ঢাকার আশেপাশে বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লীরা জড়ো হয় টঙ্গী ইজতেমার ময়দানে আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত গাজীপুর মীরের বাজার থেকে টঙ্গী আবদুল্লাপুর আশুলিয়া প্রতিটা রাস্তা যান চলাচল ছিল বন্ধ ।

যার কারণে দূরদূরান্ত থেকে পায়ে হেটে মুসল্লিদের অংশগ্রহণ করতে হয় আখেরি মোনাজাতে ।

সারা দিন সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা, কনকনে শীত, কখনো শরীর হিম করা ঠান্ডা বাতাস। এর মধ্যেই চলেছে বয়ান, জিকির-আসকার, খাওয়াদাওয়া ও আনুষঙ্গিক কাজকর্ম। এভাবেই টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় সময় পার করেছেন লাখো মুসল্লি ।