আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে

Loading

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে বর্জ্য শোধনাগার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এসময় মন্ত্রণালয়ের সচিব এস এম শাহ কামাল, শরণার্থী প্রত্যাবাসন ও ত্রাণ কমিশনারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা ক্যাম্পে অক্সফাম ও ইউএনএইচসিআরের যৌথ উদ্যোগে বর্জ্য শোধনাগার নির্মাণ করা হচ্ছে। এর আগে, কুতুপালংয়ে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান বলেন, রোহিঙ্গাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাসানচরে একটি প্রকল্প গ্রহণ করেছেন। প্রায় ১ লাখ রোহিঙ্গা স্থানান্তরিত করার সিদ্ধান্ত হয়েছে। রোহিঙ্গাদের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জড়িত রয়েছে। এসব সংস্থা এবং রোহিঙ্গাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।