আমতলীতে মানব পাচার চক্রের হোতা গ্রেফতার

Loading

আমতলী (বরগুনা) প্রতিনিধি: মানব পাচার চক্রের মুল হোতা মোঃ সোহরাফ চৌকিদারকে গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাব-৮ সদস্যরা। আমতলী পৌরসভার ফায়ার সার্ভিস এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, উপজেলার গুলিশাখালী গ্রামের সুন্দর আলী চৌকিদারের ছেলে মোঃ সোহরাফ চৌকিদার দীর্ঘদিন ধরে এলাকার যুবক ও যুবতীদের বিদেশে মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে মধ্যপ্রাচ্যেসহ বিভিন্ন দেশে ভুয়া ভিসা দিয়ে পাচার করে আসছিল। তার প্রতারনার ফাঁদে পরে এলাকার স্বল্প আয়ের মানুষ সর্বস্ব হারিয়ে পথে বসেছে। তার বিরুদ্ধে পটুয়াখালী নারী ও শিশু আদালতে মামলাসহ বিভিন্ন থানায় মানব পাচার, নারী নির্যাতন ও প্রতারনা মামলা রয়েছে। তিনি পটুয়াখালী নারী ও শিশু আদালতের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

এ মামলায় তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পটুয়াখালী র‌্যাব-৮’র সিপিসি-১ মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মানব পাচার চক্রের মুল হোতা মোঃ সোহরাফ চৌকিদারকে আমতলী ফায়ার সার্ভিস এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ভুয়া ভিসা দিয়ে মানব পাচারের কথা স্বীকার করেছে বলে জানান পটুয়াখালী র‌্যাব-৮’র সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম। র‌্যাব সদস্যরা তাকে রবিবার আমতলী থানায় সোপর্দ করে। থানা পুলিশ ওইদিনই তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রেরন করেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন, আসামীর নামে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। ওই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামী। ওই মামলা তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।