আশুলিয়ায় মাহদী নীট ডিজাইন গার্মেন্টসে শ্রমিকদের বিক্ষোভ ভিডিও ।

Loading

বিপ্লব সাভার ঃ বকেয়া দুই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় রাত থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এদিকে বেতন না পাওয়ায় শ্রমিকরা গ্রামের বাড়িতে পরিবারের সাথে ঈদুল আযাহা করতে যেতে পারছে বলে জানিয়েছে তারা।

গতকাল রাত থেকে আশুলিয়ার জিরোবা নামাপাড়া এলাকায় মাহদী নীট ডিজাইন লিমিটেড গার্মেন্টস এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায় ওই পোশাক কারখানায় কাজ করে আসছিলো ১’শ ১০ জন শ্রমিক গেল জুন ও জুলাই সহ ঈদ বোনাস না দিয়ে কারখানার পরিচালক মুরাদ হোসেন শান্ত পালিয়েছে পরে শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাত থেকে না খেয়ে ওই পোশাক কারখানায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছে। বেতন না পাওয়ায় শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। বেতন বোনাস না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার ভীতরে অবস্থান নিয়ে থাকবেন বলে জানিয়েছেন তারা। শ্রমিকদের গ্রামের বাড়িতে যাওয়া অনিশিচত হয়ে পড়েছে। বেতন ও বোনাসের জন্য শ্রমিকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।

যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।