কালিয়াকৈরে করাতকল ও কয়লার চুল্লী উচ্ছেদ

Loading

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আজ ১৯ টি কয়লার চুল্লী ও ১ টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নের্তৃত্বে এক অভিযান চালিয়ে কালিয়াকৈর রেঞ্জের বোয়ালী বিটের চাপাইর ইউনিয়নের রশিদপুর, ভাল্লুকবেড়, কোটবাড়ি ও বাংলা বাজার এলাকা হইতে ১৯টি কয়লার চুল্লী ও একটা লাইসেন্স বিহীন করাতকল উচ্ছেদ করা হয়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন, চন্দ্রা সদর বিট কর্মকর্তা শরিফুর রহমান চৌধুরী ও বোয়ালী বিটের কর্মকর্তা মাসুম উদ্দিনসহ কর্মচারীগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।