কালিয়াকৈরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৫শ মিটার কারেন্ট জাল জব্দ

Loading

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈরে কুয়াডাঙ্গা বিল ও দেওয়ার বিলে মৎস্য কর্মকর্তা অভিযান চালিয়ে কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করেন।

মঙ্গলবার দুপুরে (২৩ আগষ্ট) কুয়াডাঙ্গা বিল ও দেওয়াইর বিলে অভিযান চালিয়ে ১৫০০ মিটার কারেন্ট জাল (২৬ টি) ও ৩২ টি চায়না দুয়ারী জাল জব্দ করে এলাকাবাসীর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ। উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার (উপ পরিদর্শক)আনোয়ার হোসেন, ক্ষেত্রসহকারী মোঃ জিয়াউর রহমান,অফিস সহায়ক মোঃ আলী, লিফ দেলোয়ার হোসেন, মৎস্য চাষি মোঃ আমিনুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ জানান সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সেইসাথে জালগুলো আগুন দিয়ে এলাকাবাসীর সামনে পুড়িয়ে ফেলা হয়।