গাবতলী হাটের ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা

Loading

স্টাফ রিপোর্টার: গাবতলী হাটে অব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) দুপুরে নগরীর গাবতলীর স্থায়ী পশুর হাট পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ম্যাজিস্ট্রটকে জরিমানার নির্দেশ দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘গাবতলী হাট পরিদর্শনে গিয়ে চরম ক্ষুব্ধ হয়েছি। পুরো হাট অব্যবস্থাপনায় ছিল। স্বাস্থ্যবিধির বালাই ছিল না। তাই এক ঘণ্টা হাটে হাসিল আদায় বন্ধ রেখেছি এবং ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলেছি। তিনি তা করেছেন।’

মেয়র বলেন, ‘এমন অব্যবস্থাপনায় হাট চলতে দেয়া হবে না। যেখানেই এই চিত্র পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে।’

চুক্তি ও শর্ত অনুযায়ী হাট ইজারা দেয়া হয়েছে, সেসব শর্ত যথাযথ পরিপালন হচ্ছে কিনা তা পরিদর্শন করেন মেয়র। এ সময় যারা মাস্ক ছাড়া হাটে প্রবেশ করেছেন তাদের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। মাস্কবিহীন অনেক ব্যবসায়ীকে তিনি মাস্ক পরিয়েও দেন।

হাটের অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার ম্যাজিস্ট্রেটেরা রয়েছেন, তারাই বলতে পারবেন। তারা কী ব্যবস্থা নেবেন। আইন অনুযায়ী যা ব্যবস্থা নেয়ার দরকার তারা তাই নেবেন।’