চাঁপাইনবাবগঞ্জ বারঘরিয়া চেকপোস্টে ১৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২

Loading

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর অপর প্রান্তে বারঘরিয়া বিজিবি চেক পোস্টে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অভিযানে ১৯০ বোতল ফেনসিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা মুন্সিগঞ্জ জেলার মহাখালীর মৃত শাহজামাল খন্দকারের ছেলে আসলাম হোসেন (৩২) ও একই এলাকার মৃত দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে জুকুন হোসেন (৩৫)।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বিজির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সূত্রে বিজিবি জানতে পারে কানসাট থেকে নারায়নগঞ্জগামী আরপি স্পেশাল রোকেয়া পরিবহনের একটি বাসে ফেনসিডিল পাচার হচ্ছে।

খবর পাবার পর হাবিলদার মো. শাহাবুদ্দিন এর নেতৃত্বে টহল দল চেকপোস্টে বাসটি থামিয়ে তল্লাসি চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিলসহ আসলাম ও জুুকুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ১৯ হাজার ৭০০ টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৭১।

এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ফেন্সিডিল ও নগদ টাকাসহ আসামী আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।