চান্দহর ইউনিয়নে দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ।

Loading

এফ এম ফজলু ( মানিকগঞ্জ) সিংগাইর প্রতিনিধিঃ বুধবার দিনব্যাপী সিংগাইর উপজেলার চান্দহর , ধল্লা ও জামির্তা ইউনিয়নসহ পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাস্থ্যবিধি ও সামাজিক নিরাপত্তা মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা ( নগদ অর্থ) বিতরণ করেছে।

প্রতি ইউনিয়নে ৫ শত পরিবারের মাঝে ৫ শত টাকা করে দেওয়া হয়েছে। মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম আলোচনা শেষে নিজ হাতে
কতক অসহায়কে এ অর্থ বিতরণ করে কার্যক্রম উদ্বোধন করেন।

চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদল এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় সকল নেতৃবৃন্দ প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মমতাজ বেগম, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শহিদুর রহমান শহিদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, যুবলীগ ও ছাত্র লীগের সভাপতিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্য বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এই রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ৫ শত টাকা করে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন এটা আমরা দ্বায়িত্ব পালন করছি মাত্র। এ প্রশংসার দাবিদার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার