সিংগাইরে চোর  মালিককে  রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ২

Loading

এফ এম ফজলু সিংগাইর প্রতিনিধি:সিংগাইর বায়রা ইউনিয়নের গেড়াদিয়ায় গৃহের মালিক হত্যার ঘটনায় জড়িত ২ জন হত্যাকারী আসামী গ্রেফতার পূর্বক  বিজ্ঞ আদালতের মাধ্যমে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

গত ৫ জুন রাত অনুমান ০৮.১৫ ঘটিকা হইতে রাত অনুমান ৯.০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা  চোরেরা মানিকগঞ্জ সদর থানাধীন পূর্ব অরঙ্গবাদ সাকিনস্থ জনৈক আঃ মালেক (৪৫), পিতা-মৃত নোয়াজ আলী এর বসত ঘরে তালা ভাঙ্গিয়া চুরি শেষে পলানোর চেষ্টাকালে বাড়ীর মালিক আঃ মালেক ও তাহার আপন ছোট ভাই তারা মিয়া(৪২)-দ্বয় উক্ত চোরদের আটক করার জন্য পিছু ধাওয়া করে। তারা মিয়া হ্যালো বাইক চালক জনৈক সুজন(৩০) এর হ্যালো বাইকে উঠিয়া সিংগাইর থানাধীন গাড়াদিয়া সাকিনস্থ এডিসি ইট ভাটার পূর্ব পাশে মানিকগঞ্জ টু হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াদিয়া চকের ব্রীজের উপরে অজ্ঞাতনামা ০২জন চোরকে আটক করে। হ্যালো বাইক চালক সুজন লোকজন ডাকিতে গেলে ৫ জুন  তারিখ রাত অনুমান ০৯.১৫ ঘটিকার সময় উক্ত অজ্ঞাতনামা আসামীদ্বয় তারা মিয়ার হাত হইতে পালিয়ে যাওয়ার জন্য পরিকল্পিতভাবে খুন করার উদ্দেশ্যে লোহার রড দিয়া অজ্ঞাত আসামীদ্বয় তারা মিয়ার মাথা লক্ষ্য করিয়া বারি মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে।

ঘটনাস্থলে লোকজন উপস্থিত হইলে অজ্ঞাতনামা আসামীদ্বয় পালিয়ে যায়। গুরুতর আহত তারা মিয়াকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহত তারা মিয়ার ভাই বাদী হয়ে প্রথমে মানিকগঞ্জ সদর থানায় চুরি ও সিংগাইর থানায় পৃথক হত্যা মামলা দায়ের করেন। সিংগাইর থানার হত্যা মামলা নং-১০(০৬)২০২১।

চোর মালিককে পিটিয়ে হত্যা ঘটনার মামলা দায়ের করার সংগে সংগে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ সকল উর্ধতন কর্মকর্তার
সার্বিক তত্ত্বাবধানে সিংগাইর থানার অফিসার ইনচার্জ  সফিকুল ইসলাম মোল্যা ও ইন্সপেক্ট (তদন্ত)  আবুল কালাম পিপিএম’দের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ আঃ রহিম সফল অভিযান পরিচালনা করিয়া মামলা রুজুর কয়েক ঘন্টর মধ্যে হত্যাকান্ডের ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত প্রকৃত হত্যাকারী মানিকগঞ্জ সদরের পূর্ব অরঙ্গবাদের
আসামী মোঃ জাহিদ হোসেন (২৭), পিতা- মোঃ মোকছেদ আলী ও আসামী  মোঃ শরীফ (২৬), পিতা- মৃত রহিজ উদ্দিন, দ্বয়কে গ্রেফতারপূর্বক তাহাদের দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার পূর্বক জব্দ করেন।

সিংগাইর থানা কর্তৃক  আজ ৭ জুন সকাল ১১ ঘটিকায়  থানার গোল ঘরে স্থানীয় প্রায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিকস মেডিয়ার সাংবাদিকদের আলোচনা সভায় ওসি মোঃ সফিকুল ইসলাম মোল্লা
আরও জানান আসামীদ্বয় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

অত্র মামলার ডিজিস্ট তারা মিয়ার ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট (সিএস) প্রেরণের চেষ্টা অব্যাহত আছে।