জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ।

Loading

শরীফ, বাবু -বিশেষ প্রতিবেদক সাভার ঃ  ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভারের আশুলিয়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে আশুলিয়ার দোসাইদ এলাকায় অনির্বাণ উন্নয়ন সমিতির উদ্যোগে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।

আলোচনা সভায় এসময় বিদেশে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রæত দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবি জানান শাহাব উদ্দিন মাদবর।

অনুষ্ঠানে এসময় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান বিদ্যা, আশুলিয়া থানা যুবলীগ এর সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন দুলাল,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আলী মাষ্টার,ইউপি সদস্য আব্দুল খালেক,রুহুল আমিন মন্ডল, সালমা আক্তার,আওয়ামী লীগ নেতা রেজাউল করিম,আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নুরুজ্জামান,অনির্বাণ উন্নয়ন সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাদশাসহ আরো অনেকে।

এর আগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ।

অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে এসময় খাবার বিতরণ করা হয়।