ঝালকাঠিতে দুর্নীতি রুখবো এ স্লোগানকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে সনাকের পরামর্শ ডেস্ক

Loading

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে ইয়েস গ্রুপের ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনার সেবার মান বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে “দূর্নীতির বিরুদ্ধে একসাথে জানবো, জানাবো – দুর্নীতি রুখবো” এ স্লোগানকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে সনাকের পরামর্শ ডেস্ক পরিচালনা করা হয়।

২৮/১০/২০১৯ইং তারিখ সোমবার সকালে তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠি’র ইয়্যুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এর সদস্যবৃন্দ ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী বাজারে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা করে।

এ সময় সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো তথ্যের অবাধ প্রবাহ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করা, সাধারণ মানুষ তথ্য জেনে অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সোচ্চার থাকার জন্য ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্কের মাধ্যমে বাজারে আগত বিভিন্ন জনসাধারণের মধ্যে ভূমি, প্রাথমিক শিক্ষা, ঝালকাঠি মা ও শিশুকল্যাণ কেন্দ্রের সেবা এবং তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কিত তথ্যপত্র বিতরণ করার পাশাপাশি তাদেরকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়।

ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক থেকে প্রায় ৮০ জনকে বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য প্রদান করা হয়।