ঠাকুরগাঁওয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

Loading

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। ১০ ডিসেম্বর মঙ্গলবার দিবসটি পালনে জেলা কালেক্টটের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র জেলা শাখার সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, নির্বাহী সভাপতি এ্যাড. জাহিদ ইকবাল , আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলার সভাপতি অ্যাডভোকেট মোস্তফা হারুন হেলালী, সাধারণ সম্পাদক জাকির হোসেন , সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যবৃন্দ। এছাড়াও দিবসটি পালনে জেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি), ইএসডিও’র প্রেমদীপ প্রকল্প ও অন্যান্য মানবাধিকার সংগঠনের পক্ষ থেকেও র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।