ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Loading

(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ে ১৯ জুন শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ এক বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক নেতা কর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশনা প্রদান করেন। এ নির্দশনা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর আহবানে জেলা স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন।

এ সময় তারা জেলা জজ কোর্ট চত্বর ও শহরের চারলেন বিশিষ্ট সড়কের ডিভাইডারে ২০০ ফলদ, বনজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো। আগামী তিন মাসের মধ্যে ঠাকুরগাঁও পৌরসভা, সদর উপজেলারসহ সমগ্র জেলায় ৭ হাজার ফলদ, বনজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে বলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানান। তিনি আরো বলেন,এ বৃক্ষরোপণ কর্মসূচি সমগ্র জেলায় বাস্তবায়ন হলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সহ জেলার সৌন্দর্য বৃদ্ধিতে অনেক ভূমিকা রাখবে।

এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম,সহ-দফতর সম্পাদক মোহাঃ সাবা, সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার ঘোষসহ, জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নের্তৃবৃন্দ প্রমুখ।