ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতায় বাংলাদেশ বেতারে সরাসরি নাগরিক জিজ্ঞাসায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ।

Loading

রেজাউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে এবং জনসচেনতায় বাংলাদেশ বেতারে ঠাকুরগাঁও শাখায় সরাসরি নাগরিক জিজ্ঞাসা অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসাক ড. কে এম কামরুজ্জামান সেলিম অশংগ্রহণ করেন।

রোববার (০৪ আগস্ট) সন্ধা ৭টা ৫ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও শাখার এফএম ৯২ মেগাহার্জে ডেঙ্গু প্রতিরোধ, প্রতিকার ও জনসচেতনতা সৃষ্টি কল্পে সরাসরি নাগরিক জিজ্ঞাসা অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

এসময় ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, ডেঙ্গু প্রতিরোধ, প্রতিকার ও জনসচেতনতামূলক পরামর্শ সরাসরি এফএম ৯২ মেগাহার্জে সম্প্রচার করেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও এবং ফেসবুক কমেন্টস, ই-মেইল, এসএমএস ও মোবাইল ফোনের কলের মাধ্যমে বিভিন্ন নাগরিকদের প্রশ্নের উত্তর ও পরামর্শ দেন তিনি।

তিনি এসময় সকলকে সচেতনতা অবলম্বন করে ডেঙ্গু প্রতিরোধে আন্দোলন গড়ে তোলার আহŸান করেন ।

ডেঙ্গু প্রতিরোধে এবং জনসচেতনতা সৃষ্টিতে নাগরিক জিজ্ঞাসা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক এস.এম জাহিদ হোসেন, বাংলাদেশ বেতারের আঞ্চলিক প্রকৌশলী জাইফুল ইসলাম আকন্দ, জেলা সহকারী কমিশনার ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার।

অনুষ্ঠানটি উপস্থাপন করেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও শাখার অনুষ্ঠান উপস্থাপিকা ফারহানা ইসলাম কলি।