তালতলীতে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

Loading

মৃধা শাহীন শাইরাজ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে বুধবার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ ৩০ জনের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করেন। প্রতিজনের ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে ২ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা ও বিভিন্ন রকমের শুকনো খাবার।

জানা গেছে, ৯ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপজেলায় সাড়ে ৩ শতাধিক ঘরবাড়ী, শতাধিক পানের র্বজ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উক্ত ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষে তাৎক্ষনিক জেলা প্রশাসক এ ত্রান সামগ্রী বিতরণ করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান রেজবী-উল-কবির জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন মনিসহ সাংবাদিক ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।