ধামরাইয়ে প্রীপেইড মিটার বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ, পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ধামরাই-ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানযট তৈরী করেন স্হানীয় জনতা আজ বৃহস্পতিবার (২২আগষ্ট) সকালে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী নেয় স্থানীয় জনতা।

এসময় প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে।
এসময় উত্তেজিত জনতা জানায়, তারা প্রিপেইড মিটার চায়না। প্রিপেইড মিটারের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলে ধরে এই প্রিপেইড মিটার লাগানোর বিপক্ষে তাদের অবস্থান বলেও তারা জানায়।

মহাসড়কে অবস্থানকালে মহাসড়কের যান চলাচল সাময়িক বন্ধ হয়ে মহাসড়কের দুপাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ধামরাই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ মহাসড়ক নিয়ন্ত্রণে আনার প্রায় আ ধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়ক ছেড়ে গিয়ে উত্তজিত জনতা পরে ধামরাইয়ের ঢুলিভিটায় অবস্থিত পল্লিবিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকেন। পরে খবর পেয়ে ধামরাই থানার ওসি দিপক চন্দ্র সাহা উত্তেজিত জনতার সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। পরে পল্লিবিদ্যুৎ অফিসের পরিস্থিতি শান্ত হয়।