ধামরাইয়ে মধ্যরাতে মাইক্রোবাস চালককে কুপিয়ে হত্যা।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে ফরিদ আলম (৪২) নামে এক যুবককে বাড়ির পাশে ধান ক্ষেতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ফরিদ আলম ধামরাইয়ের চান্দখালী গ্রামের শেখ শাহজাহান মিয়ার ছেলে। সে ভাড়ায় মাইক্রোবাস চালাতেন। গেল বুধবার রাত ১২টার দিকে ধামরাইয়ের চান্দখালি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফরিদের বাবা জানায় ,গেল রাত আনুমানিক ১২ টার দিকে আমার মোবাইলে আমার ছেলের নাম্বার থেকে ফোন আসে ফোন ধরার পর বলে তর ছেলেকে যদি বাচাতে চাস তাহলে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে বাড়ির পাসে চলে আয় ।আমি সঙ্গে সঙ্গে দৌড়ে আমার পরিবারে লোক জন নিয়ে যাই।যাওয়ার পর দেখি অজ্ঞাত নামা ৮-১০ জন আমার ছেলেকে মারদর করছে আমরা এগিয়ে গেলে আমাদের রাম দা নিয়ে দৌড়িয়ে আসে পরে আমরা ওখান থেকে জীবন রক্ষার্থে দৌড় দেই পরে তারা দৌড়ে পালিয়ে যায়।আমার ছেলের কাছে গিয়ে দেখি আমার ছেলে লাশ হয়ে মাটিতে পরে আছে।

পুলিশ জানায়, নিহত ফরিদ আলম তার ভাড়ায় চালিত মাইক্রোবাসটি গ্যারেজে পার্কিং করে মোটরসাইকেলযোগে বাড়ি যাবার পথে অজ্ঞাতপরিচয় এক দল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে। পড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে মৃত অবস্থায় সড়কের পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ রাতেই নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে ।

এই ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ। আরো জানা গেছে, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালছে। এছাড়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

নিহত ফরিদ আলমের মাইক্রোবাসটি ধামরাই থানা পুলিশ বিভিন্ন সময় প্রয়োজনে ভাড়া নিয়ে ব্যবহার করতো।