ধামরাইয়ে সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে আলামিন হোসেন (২৬) নামে এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামে নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলামিন হোসেন ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামের আতাউর রহমানের ছেলে। সে ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দেয়। আলামিন খাগড়াছড়ি জেলার মঙ্গলছড়ি ২৫ বেঙ্গলে কর্মরত ছিলো।

এবিষয়ে বাইশাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান বিএম মাসুদ রানা বলেন, আজই আলামিনের কর্মস্থলে যোগ দেয়ার কথা ছিলো। কিন্তু সকালের দিকে সে আত্মহত্যা করে। বাসায় কোন ঝগড়া বিবাদ বা কোন ধরনের কথা কাটাকাটিও হয়নি। সম্ভবত কোন মেয়েলি ঘটনার কারণেই সে আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, একমাস আগে সে ছুটিতে আসে। আজ তার কর্মস্থলে ফেরার কথা ছিলো। সকালে ব্যাগ গুছিয়ে ফেরার প্রস্তুতিও সম্পন্ন করে সে। পরে নিজ ঘরে দরজা বন্ধ করে আত্মহত্যা করে আলামিন।

এবিষয়ে ধামরাই থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, আত্মহত্যা করা সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।