বিদেশ ফেরত ৩ ব্যক্তিকে জরিমানা করেছে রাণীশংকৈল ভ্রাম্যমাণ আদালতে

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদেশ ফেরত ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায় উপজেলা নির্বার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মৌসুমি আফরিদা ২১ মার্চ শনিবার সকালে এ অভিযান পরিচালনা করেন। বিদেশ থেকে ফেরত এসে হোম কোয়ারান্টাইনে না থাকার অপরাধে ও অবাধে ঘুরাফেরা করায় কাশিপুর ইউনিয়নের কাদিহাট জোতপাড়া গ্রামের সহিদুর রহমানের ছেলে মালোশিয়া প্রবাসী আল আমিনকে ৫ হাজার টাকা, একই এলাকার গাজিগড় গ্রামের মৃত শেখ মোহাম্মদের ছেলে সৌদি আরবে ওমরা হজ্ব ফেরত আলমগীরকে ৫ হাজার এবং ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সিঙ্গাপুর প্রবাসী রাজু হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমাণ আদালত ।

এ ব্যপারে ইউএনও মৌসুমি আফরিদা বলেন, সম্প্রতি বিদেশ ফেরত ব্যক্তিদের সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকা বাধ্যতামূলক, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা কবে।