ভারতে ১বছর জেল খেটে দেশে ফিরেছে বাংলাদেশের রোজিনা

Loading

বেনাপোল প্রতিনিধি: ভাল কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া বাংলাদেশের রোজিনা বেগম নামে এক মহিলাকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

সোমবার(৮ই মার্চ) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাকে যৌথভাবে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেন। রোজিনা বেগম ১বছর ধরে ভারতের জেলে আটক ছিলেন। বাংলাদেশের এনজিও সংস্থার মাধ্যমে আজ দেশে ফেরত আসে সে। রোজিনার বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানায়, রোজিনা নামে এক বাংলাদেশি দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করার পর সে দেশে পুলিশ তাকে আটক করে।

পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করলে সে ১বছর জেল খাটার পর দু’দেশের যোগাযোগের মাধ্যমে ভারতীয় পুলিশ আমাদের কাছে তাকে হস্তান্তর করেছেন। ইমিগ্রেশন এর কার্যক্রম শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।