মশক নিধনে আশুলিয়ায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

sdr

Loading

নিজস্ব প্রতিবেদক ঃ সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়া ইউনিয়ন পরিষদে এ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর।

এ সময় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বিদ্যা,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আলী মাষ্টার,রেজাউল করিমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত চিলেন।
পরে শাহাব উদ্দিন মাদবর নিজ হাতে মশার ঔষধ স্প্রে করে আশপাশের এলাকায় মশক নিধনের লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

এদিকে সাভার ও আশুলিয়ায় প্রায় নতুন করে বিভিন্ন হাসপাতালে ২০ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি রাখা হয়েছে।