মাগুরার শ্রীপুরে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত সর্দার আটক

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার দোরাননগর এলাকা থেকে শুক্রবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতির কালে একটি সক্রিয় সার্টার গান ও ৪ রাউন্ড গুলিসহ লিটন শেখ (৪০) নামে আন্তঃজেলা ডাকাতদলের এক ডাকাত সর্দারকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। আটককৃত ডাকাত যশোরের বাঘারপাড়া উপজেলার সিলিমপুর গ্রামের মৃত মোহাম্মাদ আলী শেখের পুত্র।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, রাত আনুমান দেড়টার দিকে গোপন সোর্সের মাধ্যমে জানতে পারেন যে, উপজেলার ওয়াপদা-লাঙ্গলবাঁধ পাকা সড়কের দোরাননগর গ্রামস্থ ফাঁকা মাঠের মধ্যে রাস্তায় গাছ ফেলে ডাকাতরা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে তিনি (ওসি), এস,আই আব্দুল হামিদ, এস,আই জাহাঙ্গীর ও নাকোল ফাঁড়ির ইনচার্জ এস,আই প্রসেনজিৎসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতদের ধাওয়া করে একটি সক্রিয় সার্টার গান ও ৪ রাউন্ড গুলিসহ লিটন নামে আন্তঃজেলা ডাকাতদলের এক ডাকাত সর্দারকে আটক করতে সক্ষম হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতদের ফেলে যাওয়া একটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয়। তবে আটককৃত লিটন শেখের নামে চুয়াডাঙ্গা জেলাতেও একটি নিয়মিত ডাকাতি মামলা রয়েছে।

এ ব্যপারে শ্রীপুর থানায় অস্ত্র ও ডাকাতি আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে।