মাগুরায় শ্লীলতাহানীর অভিযোগে অধ্যক্ষের জেল ও জরিমানা ।

Loading

আশরাফ হোসেন পল্টু মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে অধ্যক্ষের ১বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার সন্ধায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কমার্স কোচিং সেন্টার এবং সিটি স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি এম সহিদুজ্জামান জুয়েল (৩০)কে সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুদ্দীন আহমেদ এ দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমান সুত্রে জানা গেছে, কমার্স কোচিং সেন্টারের এক ছাত্রী মাসিক বেতন দিতে কোচিং সেন্টারে যান। এ সময় বৃষ্টি হওয়ায় এবং অন্য কেউ না থাকায় অধ্যক্ষ জুয়েল নানা লোভ দেখিয়ে ঐ ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। ছাত্রী বাড়ী এসে বাবা-মাকে বিষয়টি জানালে অভিভাবক জুয়েলের সাথে কথা বলে এর সত্যতা পান এবং প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে কমার্স কোচিং সেন্টার ও সিটি স্কুল এ্যান্ড কলেজের সামনে অধ্যক্ষের জেল ও জরিমানা করেন।