মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের “ওপেন হাউজ-ডে” মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

Loading

বিপ্লবঃ জেলার সিংগাইর থানায়, পুলিশের “ওপেন হাউজ-ডে” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার ২০ সেপ্টেম্বর সকাল ১১ টায় সিংগাইর থানা প্রাঙ্গনে সিংগাইর থানা পুলিশ কর্তৃক “ওপেন হাউজ-ডে” মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার, মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোহাঃ রেজাউল হক ।

এসময় আরো উপস্থিত ছিলেন,সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর পৌরসভার মেয়র জনাব আবু নাঈম মোঃ বাশার, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ জনাব নুরউদ্দিন, সিংগাইর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও বলধারা ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাজী আব্দুল মাজেদ খান, সিংগাইর উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ সহিদুর রহমান, সিংগাইর উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও সিংগাইর উপজেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ সায়েদুল ইসলাম

উক্ত সময় পুলিশ সুপার, মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার, সিংগাইর থানা এলাকার প্রায় ২০০ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি, মেধা ও সচ্ছতার ভিত্তিতে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ প্রদান সহ অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন।

বিশেষ অতিথিবৃন্দ সহ সিংগাইর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউ.পি সদস্য, সাংবাদিকবৃন্দ, নাট্যকর্মী, অটোচালক সমিতির সভাপতি ও আরো অনেকেই সিংগাইর থানা এলাকার আইন-শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে নিজ নিজ মত প্রকাশ করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা ।
এসময় তিনি আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মোঃ আবু হানিফ ।