রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত

Loading

সৌমেন মন্ডর,রাজশাজী ব্যুরোঃ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চলমান সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী আজকের সংবাদ সম্মেলনে সকল পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখার যে নির্দেশনা দেন তার পরিপেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সোমবার দুপুরে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২৪ মে থেকে পাঠদান শুরু হবে এবং ১৭ মে আবাসিক হল খুলবে বলে জানান। এর আগে সব ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন।