রাণীশংকৈলে আশ্রয়ণ প্রকল্পের ২য় পর্যায়ের গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ মুজিববর্ষে ভূমিহীন – গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুক্রবার ১৮ জুন প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং করেন সহকারি কমিশনার (ভূমি)ও ভাঃ প্রাঃ ইউএনএ প্রীতম সাহা।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম, ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: আগামী ২০ জুন রবিবার সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী ৫৩ হাজার ৩ শত ৪০ জন ভূমিহীন- গৃহহীন পরিবারকে অনুষ্ঠানিক ভাবে গৃহ প্রদান করবেন। এরই অংশ হিসাবে রাণীশংকৈল উপজেলায় ঐ দিন ২৯৬ জন ভূমিহীন -গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের লক্ষে ৪০ জনকে দলিলসহ ঘর হস্তান্তর করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত ইউএনও জানান।