রাণীশংকৈলে ইউপি নির্বাচনে আ’লীগের ৩ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কৃত

Loading

হুমায়ুন কবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি আকবর আলী মাস্টার, নেকমরদ ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মাস্টা ও উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক লেহেম্বা ইউনিয়নের রওশন আলী এই ৩ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

এই সাথে ধর্মগড় যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেকুজ্জামান রয়েল ও একই ইউনিয়নের শ্রমিক লীগ নেতা তাহের আলীকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। জেলা আ’লীগ সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ বহিষ্কারের চিঠি গতকাল ৪ নভেম্বর উপজেলা আ’লীগ কমিটির কাছে আসে। ঐদিন রাতেই উপজেলা আ’লীগ এক সাধারণ সভায় বহিষ্কারের বিষয়টি অবহিতকরণসহ প্রত্যেককে চিঠি পাঠায়।

এ বিষয়ে জেলা আ’লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্দেশের

আলোকে ৩ আ’লীগ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং সহযোগী সংগঠনের অপর ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন এ চিঠি প্রাপ্তির তথ্যটি নিশ্চিত করেন।