রাণীশংকৈলে গম ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় উপজেলা অফিসার্স ক্লাবরুমে গম ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উম্মুক্ত লটারি কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসকে আব্দুলাহ, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ,

উপ-খাদ্য পরিদর্শক নবাব আলী, ওসি এল এসডি সুমাইয়া খানম, কৃষক প্রতিনিধি সহকারি অধ্যাপক সফিকুল ইসলাম,পি আই ও সামিয়েল মার্ডি,যুব-উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, কৃষকবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে এবার গম প্রতি কেজি ২৮ দর মুল্য নির্ধারণ করা হয়েছে এবং প্রতিজন কৃষক ৩ মেট্রিক টন গম দিতে পারবে।

আগামী বৃহস্পতিবার (২১ এপ্রিল) সরাসরি কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে গম সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।