রাণীশংকৈলে চাকুরি জাতীয়করণের লক্ষ্যে বাশিস’র সভা।

Loading

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষক-কর্মচারিদের চাকুরি জাতীয়করণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট হাইস্কুল মাঠে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুলতান নূরী, অতিরিক্ত মহাসচিব ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব মহররম আলী খান, আব্দুল আউয়াল ও শামসুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন। এ ছাড়াও সভায় জেলার তিন শতাধিক শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথরা ছাড়াও বক্তব্য রাখেন- বাশিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শিক্ষক নেতা আবু শাহানশাহ ইকবাল,সফিউর রহমান, বাবুল হোসেন, রাজেকুল্লাহ,ফেরদৌস আলম মানিক, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারিদের চাকুরি অবিলম্বে জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ লক্ষ্যে তারা প্রয়োজনে আগামিতে দেশব্যাপি আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।