রাণীশংকৈলে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে রাণীশংকৈল ছাত্রলীগ উদযাপন পরিষদের ব্যানারে দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে শনিবার আওয়ামী লীগ দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয়, দলীয়, সংগঠনের পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিত্তে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরাবতা পালন করা হয়। কেক কাটার পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলার পৌরসভাসহ ৮ টি ইউনিয়ন ও বিভিন্ন কলেজ শাখার ছাত্রলীগ কর্মী, উপজেলা আওয়ামীলীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালি শেষে পাবলিক লাইব্রেরী চ্ত্বরে ছাত্রলীগ উদযাপন পরিষদের আহবায়ক তারেক আজিজের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক তামিমের সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা আ’লীগ নেতা- মুক্তার আলম মুক্তা, খায়রুল আলম, গোলাম সারওয়ার বিপ্লব, রেজাউল করিম, আহম্মেদ হোসেন বিপ্লব, মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর সরকার, সম্পাদক রফিউল ইসলাম, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যন মাহাফুজা বেগম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কানন, যুবলীগ সম্পাদক রমজান আলী, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের সসদ্যবৃন্দ প্রমুখ। এছাড়াও উপজেলা ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।