শিবগঞ্জে গুড়ে ভেজাল মেশানোর দায়ে জরিমানা, জব্দকৃত চিনি এতিমখানায় বিতরণ ।

Loading

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আখের গুড়ে ভেজাল মেশানোর দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

রবিবার ২৭ অক্টোবর ২০১৯ সকাল ১০ টায় উপজেলার কানসাট শিবনারায়নপুর এলাকার মাঠের মধ্যে শিবনারায়নপুরের জুনাব আলীর ছেলে সাদিকুল ইসলামকে গুড়ে বিভিন্ন প্রকার রঙ মেশানোর জন্য মজুদ রাখা ও আখের রসের সমপরিমাণ চিনি মিশিয়ে গুড় তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মো: জহিরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয় এবং তার নিকটে রাখা ৩ বস্তা চিনিও জব্দ করা হয় ।

এসময় পার্শবর্তী আরো বেশ কয়েকটি গুড় কারখানার মালিকদের রঙ ও চিনি সহ কোন প্রকার ভেজাল না মেশানোর জন্য সতর্কও করা হয় । পরে জব্দকৃত সকল চিনি শিবগঞ্জ ইয়াতিম খানায় বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক মো: জহিরুল ইসলাম ।

খাদ্যে ভেজাল রোধে এই অভিযান পরবর্তীতেও পরিচালনা করা হবে বলেও জানান তিনি ।