সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে এলজি এসপি-৩ এর অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং কৃষাণীদের মাঝে হাঁস বিতরন করা হয়েছে ।

Loading

বিপ্লব,সাভারঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে এলজি এসপি-৩ এর অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং কৃষাণীদের মাঝে হাঁস বিতরন করা হয়েছে ।

সোমবার দুপুরে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১০০ জন কৃষকদের মাঝে ১০০ টি জৈব বালাই দমন স্প্রে মেশিন ও ১০০ জন কৃষাণীদের মাঝে তিনটি করে মোট ৩০০ টি হাঁস বিতরণ করা হয়েছে ।

উক্ত বিতরণী অনুষ্ঠানটি তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান, মঞ্জুরুল আলম রাজীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাজহারুল ইসলাম ।

এ সময় আরো উপস্থিত, উক্ত ইউনিয়নের সচিব ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মীর আব্দুল বারেক , উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, উক্ত ইউনিয়নের সকল ইউপি সদেস্য সহ যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ সহ স্থানীয় সকল মান্যগণ্য ব্যাক্তি বর্গ ।

এসময় উপকার ভুগি কৃষক ও কৃষাণীরা কীটনাশক দমন ব্যবস্থাপনা স্প্রে মেশিন ও হাঁস পেয়ে হাস্যমুখ দেখতে পাওয়া যায়।