সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পক্ষ থেকে মন্ডপে মন্ডপে উপহার (ভিডিও)

Loading

স্টাফ রিপোর্টার: সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, ইউনিয়নের মোট ২৫ টি পূজা মন্ডপে ৫,০০০ করে অর্থ ও মণ্ডপের জন্য ১০ টি করে কাপড় উপহার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯ শে অক্টোবর) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে পূজা মন্ডপের প্রধানদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া এই উপহার ফখরুল আলম সমরের পক্ষ থেকে তুলে দেন ইউনিয়নের সচিব ও ইউপি সদস্যরা।

এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর ,শারীরিকভাবে অসুস্থ থাকায়, চিকিৎসাধীন অবস্থায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে, সকল পূজা মন্ডপের প্রধানদের সাথে কুশল বিনিময় করেন , কুশল বিনিময় চলাকালে অনেকে আবেগে আপ্লুত হয়ে যান । ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফখরুল আলম সমর ইউপি সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীকে পূজা চলাকালীন সময়ে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সদা দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানান।

 

উপহার প্রধান কালে উপস্থিত ছিলেন, ইউপি সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল, পলাশ আহমেদ , নাজমুল , মিন্টু , শাহিনুর, আসমা সহ উক্ত ইউনিয়নের সকল পূজা মন্ডপের প্রধান ও প্রবীণ ব্যক্তিগণ ।

এ সময় মোট ২৫ টি পূজা মন্ডপে এক লক্ষ পঁচিশ হাজার নগদ অর্থ ও ২৫০ টি কাপড় উপহার দেয়া হয় ।