সাভারে গ্যাস চুরির মামলায় যুবলীগ নেতা মানিক সহ ৩ জন গ্রেপ্তার ।

Loading

স্টাফ রিপোর্টারঃ সাভারের হেমায়েতপুর ও নামা গেন্ডায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগের দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানাগেছে, হেমায়েতপুরের যাদুরচর এলাকায় দির্ঘদিন যাবৎ তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে ব্যবসা ও কারখানা পরিচালনা করে আসছিল অভিযুক্তরা। এ ব্যাপারে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানী লিমিটেডের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো: সায়েম ৬ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
অভিযান পরিচালনা করে পুলিশ অভিযুক্তদের মধ্য থেকে ৩ জনকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে আসে।

অভিযুক্তরা হচ্ছেন, হেমায়েতপুরের যাদুরচরের মিষ্টি কারখানার মালিক রইস উদ্দিনের ছেলে আসাদুজ্জামান মানিক, কয়েল ফ্যাক্টরীর ম্যানেজার চান মিয়ার ছেলে মো: হুসাইন, মিয়া ফ্যাশন হাউজ এন্ড ওয়াশিং কারখানার ডিরেক্টর সাভার নামা গেন্ডার বাদশা মিয়ার ছেলে মো: ফজলুল করিম, শরীফ কেমিকেলের মালিক হেমায়েতপুর যাদুরচরের মাইনুদ্দিনের ছেলে মো: শরীফ, মিষ্টি কারখানার মালিক ও রইছ উদ্দিনের ছেলে মো: ইয়াকুব আলী পলাশ, এস এন্ড এ একসোসরিষ্টের ব্যবস্থাপনা পরিচালক ও মনির উদ্দিনের ছেলে সাভার নামা গেন্ডার মো: আশরাফুল ইসলাম।

এর মধ্যে আসাদুজ্জামান মানিক, মো: হুসাইন ও ফজলুল করিমকে গ্রেফতার করা হয়। ২০ আগস্ট সাভার মডেল থানায় ৪০/৪০৯ নম্বর মামলাটি দায়ের করা হয়।