সাভারে ৯৯৯-এ ফোন দেওয়ায় বন্ধ হলো মৃত গরুর গোস্ত বিক্রি

Loading

বিপ্লব,সাভার  ঃ জাতীয় জরুরী সেবা হট লাইন নম্বর ৯৯৯ ফোন করে সাভারে মরা গরুর গোস্ত কেনা থেকে রক্ষা পেয়েছে সাভারের বাসিন্দারা।বোরবার সাভার বাজার বাসষ্ট্যান্ডের কাঁচা বাজারে কাদের মিয়ার গোস্তের দোকানে অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, জরুরী সেবা হট লাইনে ফোন পেয়ে পুলিশ বাজারের গোস্তের দোকানে অভিযান চালায়। একজন ভোক্তার ফোনে জানা যায় গোস্ত বিক্রিতা কাদের দোকানে অসুস্থ মরা এনেছিলেন জবাই করে তা বিক্রির উদ্দেশে। কিন্তু গরুটি মরে গেলে তার সেই চেষ্টা বিফল হয়। পাশাপাশি আশেপাশেই মাংশের দোকানে গরুর স্বস্থ্য পরী ছাড়াও মাংশ বিক্রি করা হচ্ছিলো বলে অভিযোগ যায় জরুরী হট লাইনে।

খবর পেয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম সেখানে গিয়ে হাতেনাতে আটক করেন অভিযুক্তকে। পরে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ ও হ্যাপী দাসের নেতৃত্বে শুরু হয় অভিযান।

এতে সাভার উপজেলা ও পৌরসভার জনস্বস্থ্য কর্মকর্তাদের উপস্থিতিতে কয়েকটি গোস্তের দোকানে অভিযান চালায় পুলিশ। সেখানে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মাংশ বিক্রির অভিযোগে প্রতিটি গোস্তের দোকানকে করা হয় ২৫ হাজার করে জরিমানা।