সিংগাইরের জামির্তা ইউনিয়নে ইটভাটার কারণে ফসল ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ পেলো কৃষকেরা (ভিডিও)

Loading

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরের জামির্তা ইউনিয়নে ইটভাটার কারণে ফসলি জমির ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ পেলো কৃষকেরা ।

বৃহস্পতিবার বিকেলে ফসলের জমি ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ক্ষতিপূরণ হিসেবে সিংগাইর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল রহমান এর উপস্থিতিতে নগদ অর্থ হাতে তুলে দিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম রাজু ।

সিংগাইর থানার জামির্তা ইউনিয়নের চাপরাইল সহ বেশকিছু এলাকার ফসলি জমি, ধান ক্ষেত ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে যাওয়ায় ,গেল ৩১ মে বিকেল জামির্তা ইউনিয়নের, হাতনী এলাকায় মানববন্ধন ও প্রতিবাদসভা করেন স্থানীয় কৃষকেরা, তারপরেই নড়েচড়ে বসেন প্রশাসন ।

ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় চেয়ারম্যান সহ সিংগাইর উপজেলার কৃষি কর্মকর্তারা ।

এরপর সিংগাইর উপজেলা নিবার্হী কর্মকর্তার হস্তক্ষেপে ইট ভাটার মালিকদের কাছ থেকে কৃষকদের ক্ষতিপূরণ আদায় করা হয় ।

তারি পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ১২১ জন কৃষকদের মাঝে মোট ১২ লক্ষ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করে সকলকেই এই ক্ষতিপূরণ টাকা দেওয়া হবে বলে জানান উক্ত ইউনিয়নের চেয়ারম্যান।

এ সময় তিনি আরো বলেন, ফসলি জমি এমন ক্ষতি কাম্য নয় , প্রয়োজনে যে কোন উপায় এই ইটভাটাগুলো অপসারণের ব্যবস্থা করা হবে ।

এসময় ক্ষতি পূরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকেরা ।

উক্ত সময় আরো উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ইউপি সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।