সিংগাইর উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত,উদ্ধার করা হবে দখলকৃত সরকারী জমি (ভিডিও)

Loading

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ফোর্ড নগর এলাকায় দীর্ঘদিন যাবত দখল করে রাখা ৮৩ শতক সরকারি জমি দখলমুক্ত করেছে সিংগাইর উপজেলা প্রশাসন।

উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উচ্ছেদ অভিযান চালিয়ে এসব জমি দখলমুক্ত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা ,সাথে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্ মা লাবিবা অর্ণব ।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন যাবত বেশকিছু ভূমিখেকো, দালাল চক্র, প্রভাবশালী ব্যক্তিরা, এসব জমি ভোগ দখল করে আসছেন, এমনকি একটি চক্র গণতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর সাইনবোর্ড লাগিয়ে সরকারি জমি ভোগ দখল করে আসছিল । এ ছাড়াও ধল্লা ইউনিয়ন শেখ পাড়া এলাকার শ্যামল , সরকারি জমিতে দীর্ঘদিন যাবৎ বসতবাড়ি করে ভাড়া দিয়েছেন ।

এ সময় সরকারি জমি অবৈধ দখল অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা ।