তালতলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Loading

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ ’অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল জীবন গড়ি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরগুনার তালতলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ সময় শিশুদের নিয়ে বিভিন্ন চিএাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শুক্রবার(১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সহকারি কমিশনার (ভূমি) অমিত দত্ত এর সভাপতিত্বে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা নুর আলম হাওলাদার, মেরিন ফিসারীজ কর্মকর্তা কৃষিবিদ মো: ওয়ালিউল্লাহ শুভ ,কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু, এ সময় বক্তারা বলেন,প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের সচেতনা বৃদ্ধি করতে হবে, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য সৃস্টির দুর্যোগ কেও সমান গুরত্ব দিতে হবে , দুর্যোগ প্রতিরোধ এর চেয়ে প্রশমন গুরত্বপূর্ণ, দুর্যোগ প্রশমনে সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে, এর সুফল আমরা এখন পাওয়া শুরু করেছি।

অনুষ্ঠানে উপজেলার সিপিপি নেতৃবৃন্দ বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারী। পরে উপজেলা পরিষদের মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বর্ণিল মহড়া প্রদর্শিত হয়।