ধামরাইয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ধামরাইয় উপজেলার ষোলাকুড়া এলাকার আঞ্চলিক সড়কের পাশে বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।নিহতের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।নিহত হাফিজ উদ্দিন(৭৫) ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের মৃত মোঃ শমেজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ষোলাকুড়া এলাকার আঞ্চলিক একটি সড়কের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাফিজ উদ্দিন (৭৫) বৃদ্ধকে বাসচাপা দিয়ে হত্যার পর তার মরদেহ নির্জন জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন নিহতের পরিবার।

নিহতের ছেলে মোহাম্মদ রহিজ অভিযোগ করে বলেন, প্রতিবেশী ইসরাফিল প্রতিদিন তার বাড়ির সামনে নিজ মালিকানাধীন একটি বাস পার্কিং করে রাখে। বৃহস্পতিবার সকালে বাসটি বের করার সময় তার বৃদ্ধ বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে তার বাবার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে বাসচালকসহ কয়েকজন তার বাবার মরদেহটি ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে ষোলাকুড় এলাকার একটি রাস্তার পাশে নির্জন জঙ্গলে ফেলে দেয়। পরে দুপুরের দিকে জঙ্গল থেকে তার বাবার মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

এ দিকে ঘটনার পর থেকেই বাসের মালিক ইসরাফিল পলাতক রয়েছে। তার বাড়িতে গিয়েও ঘর তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন বাস চাপায় এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে এবং থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।