ধামরাইয়ে ৭ ইটভাটাকে ৩৫ লাখ টাকা জরিমানা।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাই উপজেলা অবৈধ ৭ ইটভাটাকে ৩৫ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৩০ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।এসময় অর্থদন্ডের পাশাপাশি ওই সমস্ত অবৈধ ইটভাটাকে ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় ও পানি দিয়ে ভিজিয়ে ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম তিনি বলেন,পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে, অবৈধ ইটভাটা গুলোকে অর্থদন্ডসহ ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।

এ অভিযান চলমান প্রক্রিয়া এর অংশ হিসেবে আজ ঢাকার ধামরাইয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনার জন্য সাতটি ইট ভাটাকে সর্বমোট ৩৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

জরিমানাকৃত অবৈধ ইটভাটা গুলো মেসাস এনএএন ব্রিকস, মেসাস জেবিসি, মেসাস আরবিএল, মেসাজ কিং ব্রিকস, মেসাস এমএএম ব্রিকস, মেসাস সেভেন স্টার ব্রিকস, মেসাজ হালাল ব্রিকস।