নলছিটিতে খাদ্যবান্ধর কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত

Loading

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় খাদ্যবান্ধর কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগে ইউপি সদস্য রেজাউল করিম খান সোহাগকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন স্থানীয়সরকার মন্ত্রণালয় থেকে আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে পৌছায় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

বরখাস্তকৃত রেজাউল করিম সোহাগ নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগ উঠে ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে গত ১৫/০৪/২০২০ইং তারিখ দুপুরে ভ্রাম্যমাণ আদালত ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি সদস্য সোহাগকে আটক করে ।

পরে ইউপি সদস্য সোহাগকে এক মাসের সাজা প্রদান করে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়েছে।