বেনাপোলে অভিনব কায়দায় পাচারের সময় টায়ারের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার।

Loading

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিনব কায়দায় পাচারের সময় ৪০০ বোতল উদ্ধার করেছে বিজিবি।

সোমবার রাত ৯ টার সময় ছোট আচড়া মন্দির সড়কের পাশে অভিনব কায়দায় টায়ারের ভিতরে সেট করা অবস্থায় এ ফেনসিডিল চালানটি উদ্ধার হয় । এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।

৪ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান,তার কাছে গোপন সংবাদ আসে ফেনসিডিল পাচারকারীরা বিপুল পরিমাণ একটি ফেনসিডিল এর চালান এনে ছোট আচড়া মন্দির সড়কের পাশে টায়ারের ভেতর অভিনব কায়দায় সেট করছে।

এমন সংবাদে তার নির্দেশনায় বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া, নায়েক নুরুল ইসলাম, নায়েক নাসির উদ্দিন, ল্যানস নায়েক হাসের, ল্যানস নায়েক সুজন ও সিপাহী বিনোদ সেখানে অভিযান চালিয়ে অভিনব কায়দায় টায়ারের ভিতরে সেট করা অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত ফেনসিডিল ব্যাটালিয়নের পাঠানো হবে।