ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে বই উৎসব পালিত

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : গতকাল বুধবার দিনব্যাপি মাগুরার শ্রীপুর উপজেলাতে ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে । উপজেলার প্রাথমিক পর্যায়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১’শত ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ হাজার ৩’শত ৬০ জন শিক্ষার্থীর মাঝে ৮২ হাজার ৬’শত ৭০টি ও মাধ্যমিক পর্যায়ের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ লক্ষ ৫০ হাজার ৮’শ টি বই শিক্ষার্থীদের মাঝে একযোগে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয় । বুধবার সকালে উপজেলার শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম টোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) মোঃ আবু সুফিয়ান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) শীতেষ চন্দ্র সরকার,শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান,উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর কে বি এম হাবিবুল আলম, সহকারি শিক্ষা কর্মকর্তা সবিতা রানী ভদ্র,শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল ইসলাম ও খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরব আলী ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন । অনুরুপভাবে শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এ পুস্তক বিতরণ করা হয় ।