যশোরের বেনাপোলে ১০টি স্বর্ণের বার সহ এক স্বর্ণ পাচারকারী আটক

Loading

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে থেকে ১কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার সহ আব্দুল ওহাব(৪০)নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (৯ই মার্চ) বিকেলে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে থেকে একটি ইজিবাইকে যাত্রী হিসেবে বসা এক ব্যক্তির দেহ তল্লাশী করে ১০টি স্বর্নের বার সহ তাকে আটক করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক সিজার মুল্য ৮০,০০,০০০/(আশি লক্ষ) টাকা। আটক স্বর্ণ পাচারকারী আব্দুল ওহাব বেনাপোল ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের নাভারণ থেকে আসা বেনাপোল গামী একটি ইজিবাইকে যাত্রী হিসেবে বসে থাকা একজন সন্ধেহভাজন ব্যক্তির দেহ তল্লাশী করে তার প্যান্টের ভিতরে অভিনব কায়দায় রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক স্বর্ণ পাচারকারী ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আসামী আব্দুল ওহাবকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করবে বলে তিনি জানান।