রাণীশংকৈলে চেতনানাশক খাইয়ে চুরির ঘটনা বেড়ে চলেছে

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাও) : ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় সম্প্রতি চেতনানাশক খাইয়ে বাড়িতে বাড়িতে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটার খবর পাওয়া গেছে। উপজেলার করনাইট কুমরগঞ্জ গ্রামের মৃত বজিরউদ্দিনের ছেলে আব্দুল করিম ঠিকাদার তার বাড়িতে এ রকম চুরির ঘটনায় গত ২২ জুন সোমবার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, গত ২১ জুন শনিবার সকাল নয় টার দিকে উপজেলার করনাইট-কুমরগঞ্জ গ্রামের আব্দুল করিম ঠিকাদারের বাড়িতে একই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী ফিরোজা বেগম বেড়াতে আসে। ফিরোজা ঐ বাড়ির রান্নাঘরে গিয়ে আব্দুল করিমের স্ত্রী ফাহিমার সঙ্গে গল্প জুড়ে দেয়।

এ সময় আব্দুল করিম নাস্তা খেতে চাইলে ফাহিমা নাস্তা নিয়ে স্বামীর ঘরে যায়। এই ফাঁকে ফিরোজা রান্নাঘরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়েদেয় বলে ধারণা করা হচ্ছে। দুপুরে সেদিনের রান্না করা ভাত তরকারি খেয়ে ঐ বাড়ির গৃহিনী ফাহিমা, বড় ছেলে লোকমান, শ্বাশুড়ি জহুরা ও গৃহকর্তা আব্দুল করিম প্রচন্ড ঘুমের কোলে ঢলে পড়েন। দিবাগত রাতে বাড়ির সবাই গভীর ঘুমন্ত থাকা অবস্থায় চোরেরা বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার টিভি ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। পরদিন
২২ জুন সোমবার জ্ঞান ফিরে আব্দুল করিম বাদি হয়ে থানায় ফিরোজার নামে অভিযোগ দায়ের করেন।

রানীশংকৈল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি এবং যথারীতি মামলা রজু করা হয়েছে। প্রসঙ্গত, ইতোপূর্বে উপজেলার মীরডাঙ্গী গ্রামের নূরজামাল, দক্ষিণ সন্ধ্যারই গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক সামসুল আলম, বন্দরের ফারুক বেকারি ও মাস্টার পাড়ার বিপ্লবের বাড়িতে একই কায়দায় চুরির ঘটনা ঘটনা ঘটে। কিন্তু
চোরেরা কেউ ধরা পড়েনি বলে ভূক্তভোগিরা জানান।

এ নিয়ে এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।