রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানের সংরক্ষণ ও স্মৃতি যাদুঘর নির্মাণ বিষয়ক সভা

Loading

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কনফারেন্স কক্ষে বুধবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহের সংরক্ষণ ও স্মৃতি যাদুঘর নির্মাণে তালিকা প্রেরণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, আবুল হোসেন, মুক্তিযুদ্ধকালিন কমান্ডার সিরাজুল ইসলাম, বিদেশী চন্দ্র রায়, প্রেসক্লাব পুরাতনের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা সভায় মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘির সংরক্ষণ ও উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে খুনিয়াদিঘির কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, দিঘিটির জলাশয় নিয়ে মামলা চলছে।