সিঙ্গাইরে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৩৫৬ শিক্ষার্থী

Loading

সিঙ্গাইর প্রতিনিধি :প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়েছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সরকারি ও এমপিওভুক্ত ২৪ টি মাধ্যমিক স্কুল ও সমমানের ৬ টি মাদ্রাসার ৩৫৬ জন মেধাবী শিক্ষার্থী।

জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ব্যবহৃত ট্যাবলেটগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেন স্থানীয় এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

এ উপলক্ষে উপজেলা পরিসংখ্যান অফিসের সহযোগীতায় সোমবার (১০ জুলাই) দুপুরে পৌর শহরের সিঙ্গাইর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।

তিনি ট্যাব ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ট্যাব তোমরা নিজেদের কল্যাণার্থে ব্যবহার করবে। তোমরাই ২০৪১ এ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। ব্যক্তি, সমাজ, পরিবার, দেশ ও জাতীর জন্য অকল্যাণকর কোনো কাজে তোমরা এই ট্যাব ব্যবহার করবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, পৌর মেয়র আবু নাঈম মো: বাশার, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো: মিনার উদ্দিন, পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ মিজানুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি এম আব্দুল হান্নান প্রমুখ।

পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি ও অন্যান্য অতিথিবৃন্দ।

ট্যাবপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ট্যাব উপহার দিয়েছেন। এই ট্যাবের মাধ্যমে আমরা জ্ঞান-বিজ্ঞানে নতুন নতুন শাখায় প্রবেশ করে নিজেকে তথ্য প্রযুক্তি সম্পর্কে আরও সমৃদ্ধ করতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারব। এই ট্যাব উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এদিকে এদিন সিঙ্গাইর পাইলট উচ্চবিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবন উদ্বোধন ও জাতীয় মহিলা সংস্থার অধীনে ১২০ জন সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণার্থীদের মাঝে ৯ লাখ ২৩ হাজার ৯০০ টাকা প্রশিক্ষণ ভাতা বিতরণ করেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।