রাতের আধারে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌছে দিলো “সেইভ তালতলী”

Loading

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ঘরে থাকা মধ্যবিত্ত, নিম্মমধ্যবিত্ত, কর্মহীন ১০০ পরিবারের মাঝে আপদ কালীন সময়ে “সেইভ তালতলী” নামের সংগঠনের অর্থায়নে বুধবার সন্ধ্যার পরে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা। কর্মহীন প্রত্যেক পরিবারের প্যাকেটে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ছোলাবুট, ১ কেজি পিয়াজ, ১ লিটার তৈল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি লবন ও ১টি সাবান রয়েছে। “সেইভ তালতলী” সংগঠনের পৃষ্ঠপোষক উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দারের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। এ সময় সংগঠনের সদস্য কামরুল আহসান, মারুফ রায়হান তপু জোমাদ্দার, নুরে আলম সুমন, কামাল মোল্লা, মিরাজ জোমাদ্দার, মনিরুজ্জামান মনির, দেবাশীষসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।